গুরু মহাশয়
.jpg)
গাছে কাঁঠাল গোঁফে তেল ( রম্য কবিতা)
মোঃ আরিফ হোসেন
গাছে কাঁঠাল গোঁফে তেল
গাছে কাঁঠাল গোঁফে তেল
গাছে কাঁঠাল গোঁফে তেল
গাছে কাঁঠাল গোঁফে তেল ;
অথচ গাছে আজ কোন কাঁঠাল নেই, তার মানে? গোঁফেও তেল নেই! এত তেল এল কোত্থেকে? দিয়েছে সীমার মা!সীমার মা' সীমা নাকি অসীম, তাই সে এত তেল দিয়েছে! এত তেল যদি না দিত কি হত? সব তেল আগুনে পুড়ে ছারখার হয়ে যেত!হায় এত তেল সে পেল কোথায়? তেল পেয়েছে তেলের খনিতে সেখানে তেল নাকি সারাক্ষণ শুধু তেল তেল করে!এত তেল সে পেল কোথায়? বললাম না তেলের খনিতে! আমি একদিন যাব দেখব কত তেল! হাজার হাজার তেল তেল তেল করে!হায় এত তেল দিয়ে কি হবে? সব তেল তুমি মাথায় দিবে! তাহলে কিছু তেল আমি তোমার জন্য মাথায় করে নিয়ে আসব! হায় মাথায় এত তেল আঁটবেনা!তাহলে? ছালার বস্তায় করে নিয়ে আসতে হবে! এত ছালার বস্তা কই পাবে? আমার বাড়িতে অনেক বড় বড় ছালার বস্তা আছে! তাহলে কিছু ছালার বস্তা দিয়োতো দেখি আনা যায় কিনা! হ্যাঁ দেব, তবে ছালার বস্তা দেখে আনতে হবে! যদি তেল আবার পড়ে যায়? না পড়বেনা! তাহলে বড় দেখে ছালার বস্তা দিয়ো!হ্যাঁ দেব কিছু ছালার বস্তা অনেক বড়?হ্যাঁ সেগুলোই দিয়ো! সেলাই করা না কাটা? সেলাই করা! তাহলে কেটে নিয়ো? হ্যাঁ কেটে নিব! কাটবা কি করে ? আমার বাড়িত' অনেক বড় বড় ছোরা আছে! আমায় একটা দিয়োতো আমার লাগবে! হ্যাঁ নিয়ো, ধারিয়ে রেখেছি!
আপনার আনন্দ একান্ত কাম্য
ReplyDelete